প্রসঙ্গঃ অনেকে ই বলেন পবিত্র ঈদ ই মিলাদুন্নাবী (সাঃ) শুধু বাংলাদেশেই পালন করা হয়!!! তাদের সমীপে নিবেদনঃ
ঈদ শব্দের আভিধানিক অর্থ হল খুশি হওয়া, ফিরে আসা, আনন্দ উৎযাপন করা ইত্যাদি।
মিলাদুন্নাবী (সাঃ) বলতে প্রিয় নবীজীর আগমনকে বুঝায়। আর ঈদে মিলাদুন্নাবী (সাঃ) বলতে নবীজীর আগমনে খুশি উৎযাপন করাকে বুঝায়।
এই পবিত্র মাস আসলেই অনেকের গাত্রদাহ হয়। তারা বলতে শুরু করে, সৌদি আরব বা বিশ্বের অন্য কোথায়ও এগুলো নাই বাংলাদেশের পীর সাবেরা এগুলো কোথায় পায়?
তাদের জানার জন্য দুটি কথা বলছি।
শাহসূফী হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র দরবার শরিফ বিশ্ব জাকের মঞ্জিল সহ সারা পৃথিবীতে মহা ধুমধামের সহিত পবিত্র ইদে মিলাদুন্নাবী (সাঃ) উদযাপন করা হয়।
আরব, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, মরোক্ক, তিউনিশিয়া, আলজেরিয়া, এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ সারা দুনিয়া উৎসব মুখর পরিবেশে পবিত্র দিনটি উদযাপন করা হয়।
১৯২০ সালের পূর্বের সৌদি আরবের ইতিহাসে দেখা যায় তখনকার সময় রাজা বাদশাগন মক্কা- মদিনায় প্রদক্ষিন করতেন এবং উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করতেন।
আসুন পৃথিবীর দেশে দেশে কি নামে ঈদে মিলাদুন্নাবী (সাঃ) পালন করে দেখে নেইঃ
** মাওলুদুন -নবী (আরবী/ উর্দু)
** মিলাদুন-নবী (আরবী/ উর্দু)
** ঈদে - মিলাদুন- নবী (উপমহাদেশ)
** মাওলুদুন-নবওয়ী ( আলজেরিয়ান/ আফ্রিকা)
** ইয়াওমুন -নবী ( ইরাক)
** মাওলুদ-রাসূল (মালেশিয়া/ মালে)
** মাওলুদ শরীফ (তুর্কী)
** জহুরে পায়গাম্বারে আকরাম (ইরান/ফার্সী)
** আল মাওলুদুন - নবী ( মিসর)
** মহানবী জয়ন্তি ( সংস্কৃত)
এই ভাবেই দেশে দেশে ঈদে ই মিলাদুন্নাবী (সাঃ) উদপাযন করা হয়।
আল্লাহপাক তিঁনার হাবিব পাকের পবিত্র আগমন দিবসে তিঁনার ই প্রিয় বন্ধু বিশ্বওলী খাজাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র দরবার শরিফ বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র ঈদে ই মিলাদুন্নাবী (সাঃ) উদযাপন করার তৌফিক দান করুন।
masaallah
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন