| | বঙ্গাব্দ

তোমরা সবাই ঐক্যবদ্ধ থেকো

 

বর্তমান যামানা অত্যন্ত মুসিবতের যামানা। এই মুসিবতের যামানায় দরবার শরীফের সাথে সম্পর্ক রাখা, জাকের ভাইদের সাথে ঐক্যবদ্ধ থাকা, খুবই জরুরি।
তোমরা সবাই ঐক্যবদ্ধ থেকো

হযরত পীর কেবলাজান ফরমাইছেন, " তোমরা সবাই ঐক্যবদ্ধ থেকো। তোমরা এক ভাই আর এক ভাইয়ের হাত ছেড়ো না। সুখে দুখে মিলে মিশে থেকো"।
তিঁনি আরও ফরমান, "ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধ থাকবে, সকল জাকেরান মিলেমিশে থাকবে। ভাইয়ে ভাইয়ে কলহ করবে না, ঝগড়া করবে না। সামনে দুর্দিন আসছে। একত্র থেকে ঐক্যবদ্ধ থেকে কাজ কর।"
পীর কেবলাজান ফরমান, "একতার বল যদি তোমরা রাখতে পার, এমন একদিন তোমাদের সামনে আসবে-আল্লাহ এমন সুদিন তোমাদের জন্য দিবেন-যেদিন তোমাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে কিছুই টিকবে না।"
পীর ভাইয়ের মহব্বত সম্পর্কে কেবলাজন ফরমান"সত্তরজন সহোদর ভাইয়ের চেয়েও শ্রেষ্ঠ পীর ভাই- তোমরা তাকে ভুলো না। তোমাদের বাড়িতে যদি কোন পীর ভাই যায়, তুমি তোমার গায়ের চাদর বিছায়ে দিয়ে তাকে বসতে দেবে।"
তিঁনি আরো ফরমাইলেন, "তোমরা পরস্পর ঝগড়া-বিবাদ করিও না। খাজাবাবা কাহাকে কতটুকু ভালবাসেন, তোমরা তাহা জান না। হয়তো এমন একজনের সহিত তুমি ঝগড়া করিতেছ-যাহাকে খাজাবাবা তোমার চেয়ে অধিক ভালবাসেন। ফলে তুমি ক্ষতিগ্রস্ত হইবে!!"
আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি।

Post a Comment

নবীনতর পূর্বতন