হযরত পীর কেবলাজান ফরমাইছেন, " তোমরা সবাই ঐক্যবদ্ধ থেকো। তোমরা এক ভাই আর এক ভাইয়ের হাত ছেড়ো না। সুখে দুখে মিলে মিশে থেকো"।
"ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধ থাকবে, সকল জাকেরান মিলেমিশে থাকবে। ভাইয়ে ভাইয়ে কলহ করবে না, ঝগড়া করবে না। সামনে দুর্দিন আসছে। একত্র থেকে ঐক্যবদ্ধ থেকে কাজ কর।"
"সত্তরজন সহোদর ভাইয়ের চেয়েও শ্রেষ্ঠ পীর ভাই- তোমরা তাকে ভুলো না। তোমাদের বাড়িতে যদি কোন পীর ভাই যায়, তুমি তোমার গায়ের চাদর বিছায়ে দিয়ে তাকে বসতে দেবে।"
আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি।
একটি মন্তব্য পোস্ট করুন