"কেবল তসবিহ জপিলেই বন্দেগী হইবে না। আল্লাহ্তায়ালার প্রতি যেমন কর্তব্য সম্পাদন করিতে হইবে, তেমনি বান্দার প্রতি বান্দার কর্তব্য সম্পাদন করিতে হইবে। ইহাই ইসলামি ফেতরাত। হযরত রাসূলে করীম (সঃ) মুসলমানদের স্ব স্ব প্রতিবেশীদের উপর হক আদায় করবার জন্য খুবই জোর দিয়াছেন। তিনি বলিয়াছেন, “প্রতিবেশীকে অভুক্ত রাখিয়া যে আহার করে, সে আমার উম্মতই নয় ।"
আমার সকল মুরীদবর্গকে তাদের নিজ নিজ প্রতিবেশীদের হক আদায় করিতে হইবে। সাধ্য অনুযায়ী গরীব প্রতিবেশী, গরীব আত্মীয় স্বজন, গরীব জাকেরানদের সাহায্য করিবে। অন্ততঃ প্রতিবেশী কেউ যাহাতে অভুক্ত না থাকে সেদিকে খেয়াল করিবে। তোমরা সাধ্য অনুযায়ী তার দুঃখ দুর্দশা মোচনের জন্য সাহায্য করিবে। রাসূলে করীম (সঃ) ফরমান, “হে মুসলমানগণ। প্রতিবেশীদের তোমরা নিজের গোষ্ঠীর লোক মনে কর।”
তোমরা যদি প্রতিবেশীদেরকে সাহায্য না কর, তাদের সাথে সুব্যবহার না কর, যদি তাদের আপদে-বিপদে, দুঃখ দুর্দশায় পাশে না দাঁড়াও, তবে তোমাদের ইবাদত বন্দেগী আল্লাহ্পাকের কাছে কবুলিয়তের যোগ্যতা পাইবে না।"
-শাহসূফী হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব।
একটি মন্তব্য পোস্ট করুন