| | বঙ্গাব্দ

হযরত বায়েজিদ বোস্তামি (রহঃ)

 

" একদিন রাত্রি দ্বিপ্রহরে হযরত বায়েজিদ বোস্তামি (রহঃ) যখন বালাখানায় গমন করলেন তখন চন্দ্র কিরনে ধরনী ছিল আপ্লুত এবং বিশ্ব ছিল ঘুমিয়ে কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হচ্ছিলো অঝরে।
হযরত বায়েজিদ বোস্তামি (রহঃ)

তিনি এ দৃশ্য অবলোকন করে বললেন, " আফসোস!! এ মধুময় ও আনন্দঘনক্ষনে মানব সন্তানগন নিদ্রায় নিমগ্ন।" মানুষের ভবিষ্যত অন্ধকার দেখে তাঁর কোমল হৃদয় কেঁদে উঠলো এবং ভীত হয়ে পড়লেন।
ইচ্ছা জাগলো দোয়া করতে যাতে মানুষ এ স্বপ্নরাজ্য হতে বাস্তবে ফিরে এসে পরিত্রান পায়। কিন্তু পরক্ষনেই খেয়াল হলো, এ রকম ভয় পাওয়া তাঁর উচিত নয়, কারন এ কাজ খাজায়ে আলম হযরত মুহাম্মদ (সাঃ) -এঁর শাফায়াতের স্তরে নিবন্ধ, এখানে অপরের প্রবেশ নিষিদ্ধ।
সুতরাং আমার উচিত নয় তাদের জন্য দোয়া চাওয়া। এ চিন্তা করার সাথে সাথেই ঐশি আওয়াজ ভেসে এলো, হে বায়েজিদ, আমার হাবিবের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আমি তোমাকে "সুলতানুল আরেফীন" হিসাবে প্রতিষ্ঠিত করলাম।
লেখকঃ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহঃ)
গ্রন্থঃ আনিসূল আরওয়াহ

Post a Comment

নবীনতর পূর্বতন