
যেমন ধরুন একজন ফল বিক্রেতার দোকানে গিয়ে আপনি বললেন, "আমে কি ফরমালিন আছে? সে উত্তর দিলো, না নেই" কিন্তু বাস্তবে তা ফরমালিনযুক্ত ছিলো। সে অল্প কয়টাকা রোজগারের জন্য মিথ্যার আশ্রয়নিলো। অথচ হযরত রাসূল (সাঃ) ফরমান, "ক্রেতা ও বিক্রেতা ইচ্ছাধীন যতক্ষণ না তারা পৃথক হয়। যদি তারা সত্য বলেও দোষ-গুন বর্ননা দেয়, তবে তাদের মধ্যে বরকত প্রদান করা হয়। আর
যদি মিথ্যা বলে তবে তাদের বরকত নষ্ট করে দেয়া হয়।"
তাই আমার হযরত পীর কেবলাজান শাহসূফী আল্লামা মাওলানা খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ফরমান," যদি একটি মিথ্যা কথা বলে, তাহা হইলে তাহার কালবে একটি তিলক সদৃশ কাল দাগ পড়ে। এই ভাবে সে জীবনে যতগুলো মিথ্যা কথা বলে, তাহার কালবে ততগুলো কালো দাগ পড়ে। এমনি ভাবে কালব অস্বচ্ছ হয়।"
তাই আসুন হাসতে হাসতে, রসিকতা করে, লোক হাসানোর জন্য, নিজের মত প্রতিষ্ঠার জন্য মিথ্যার আশ্রয় না নেই।
একটি মন্তব্য পোস্ট করুন