"হে মুমিনগন! তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগনকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পার।"


রোজা পালন করা একটু কষ্টসাধ্য কাজ। তাই আল্লাহপাক প্রথমেই অতি আদরে ডাকলেন, " হে ঈমানদারগন! তারপর রোজার উদ্দেশ্যে হলো, "আমাদেরকে মোত্তাকি মুমিন বানানো। তরিকতের পরিভাষায় মোত্তাকি হলো মানব স্তরের ২৭টির মধ্যে ৫ম স্তর। ১ম স্তর সাধারন মানুষ, ২য় স্তর মুমিন, ৩য় স্তর সাধারন ওলী, ৪র্থ স্তর শহীদ, ৫ম স্তর মোত্তাকি।
একটি মন্তব্য পোস্ট করুন